মোঃ জুলকার নাইন মাহফুজ
থাইল্যান্ডে যুব অলিম্পিক হকির বাছাইপর্বে প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়ার জালে রীতিমত গোল বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ । কম্বোডিয়াকে ২০-০ গোলে পরাজিত করে এ জয় ছিনিয়ে নিয়েছে বাংলার যুবারা ।
বাংলার হয়ে সর্বোচ্চ সাতটি গোল করেছেন মোহাম্মদ আলম, চারটি করেছেন রকিবুল, হ্যাট্রিক করেছেন সারোয়ার শাওন, প্রিন্স সামুন্দো ও মোহাম্মদ উদ্দিন দুজনে করেছেন দুটি এবং মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মেহেদি করেছেন একটি করে গোল ।