নাফিসা নুজহাত ‘।।’
১৫ সেপ্টেম্বর হতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আগে থেকেই জানা ছিল।অপেক্ষা ছিল দল ঘোষণার,আগামীকাল বিসিবির সংবাদ সম্মেলনের আগে আজ দুপুরে সেই অপেক্ষারও অবসান ঘটলো,সাব্বির,বিজয় ও আবু জায়েদকে বাদ রেখে করা ১৫ সদস্যের এই দলে রয়েছেন –
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল হাসান (সহ-অধিনায়ক),তামিম ইকবাল,মোহাম্মদ মিঠুন,লিটন দাস,মুশফিকুর রহিম,মাহমুদুল্লাহ,মোসাদ্দেক হোসেন,আরিফুল হক,নাজমুল হোসেন শান্ত,মেহেদি হাসান মিরাজ,নাজমুল ইসলাম,রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
শৃঙ্খলাজনিত কারণ ভাবা হলেও বিসিবির প্রধান নির্বাচকের কথায় জানা যায়,বাজে পারফর্মেন্সই সাব্বিরের বাদ পড়ার কারণ,বিজয় ও বাদ পড়েছেন একই কারণে,এছাড়া এশিয়া কাপের মাধ্যমে ওয়ানডে অভিষেক ঘটতে পারে – আবু হায়দার,আরিফুল হক,নাজমুল হোসেন এবং নাজমুল ইসলামের।
এদিকে যার নাম শোনার জন্য সবাই বেশি আগ্রহে ছিল,সেই সাকিব আল হাসান এবার থাকছেন দলে,এশিয়া কাপের পর আঙ্গুলের চোটের অস্ত্রপচারের সিদ্ধান্ত নিয়ে ৬ সেপ্টেম্বর থেকেই দলের সাথে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে তার। সর্বশেষ সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা দলকে কোনরূপে দেখা যাবে এশিয়া কাপে,এবার কেবল তারই অপেক্ষা।।