আগামি মৌসুম এ আইপিএল এ আসছে ইউরোপিয়ান ছোয়া। ইউরোপিয়ান ফুটবল এ খেলোয়ারদের দলবদল হরহামেশায় হয়ে থাকে। এক ক্লাব থেকে অন্য ক্লাবে ট্রান্সফার হয়। আইপিএল এও এই রকম করতে যাচ্ছে আইপিএল কমিটি। কেননা প্রতিটি টিম প্রথমে অনেক ভালো মানের খেলোয়ার নিজেদের শিবিরে নেয়। কিন্তু খেলার কৌশল ও বিপক্ষ দল এর কথা বিবেচনায় অনেক খেলোয়ারকেই সাইডবেঞ্চে পুরো মৌসুম বসে কাটাতে হয়। কিন্তু অপর দিকে একই খেলোয়ারকে অন্য দল নিজেদের সাথে সামিল করতে চায়। এসব কিছু আমলে নিয়ে আইপিএল কমিটি সিদ্ধান্ত নিয়েছে,যে খেলোয়ার প্রথম ৭ টি ম্যাচ খেলবে না সে দল পরিবর্তন করতে পারবে। তবে এক্ষেত্রে যে দলে সে যেতে চায় সেই দলের সম্মতি থাকতে হবে।