২০২৬ ফুটবল বিশ্বকাপে থাকছে বড় ধরনের নিয়ম পরিবর্তন। ম্যাচে খেলোয়াড়দের শারীরিক স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি অর্ধে তিন মিনিটের বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি চালু করেছে ফিফা। ফলে প্রতিটি ম্যাচ কার্যত চার ভাগে (চার কোয়ার্টার) ভাগ হয়ে যাবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে তাপমাত্রা তুলনামূলক বেশি হতে পারে। তাই খেলার প্রভাব কমাতে এবং খেলোয়াড়দের সুস্থ রাখতে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
যেভাবে কার্যকর হবে নতুন নিয়ম
ম্যাচের আবহাওয়া যেমনই হোক,
মাঠে ছাদ থাকুক বা না থাকুক,
গরম–শীত যাই থাকুক না কেন—
ম্যাচের প্রতিটি অর্ধের ২২ মিনিটের মাথায় খেলা তিন মিনিটের জন্য বন্ধ থাকবে। এই বিরতিতে খেলোয়াড়রা পানি পান, শরীর ঠান্ডা করা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নিতে পারবেন।
ফিফার ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়া বলেন,
“সব ম্যাচেই তিন মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে—অবস্থান, পরিবেশ বা তাপমাত্রা যাই হোক না কেন।”
ফিফা জানায়, এই নিয়মটি আগের কিছু টুর্নামেন্টে ব্যবহৃত মডেলের সরলীকৃত সংস্করণ। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপেও অনুরূপ বিরতি দেওয়া হয়েছিল, যদিও তা শুধু অতিরিক্ত গরমের ম্যাচে প্রযোজ্য ছিল।
কেন প্রয়োজন হলো এই নিয়ম?
গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের কয়েকটি ম্যাচে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। খেলোয়াড়দের অভিযোগও ছিল তীব্র।
বেনফিকার ফরোয়ার্ড আন্দ্রিয়াস শেলডেরাপ বলেন,
“আমি কখনো এত গরমে খেলিনি। এটা স্বাস্থ্যকর মনে হয়নি।”
চেলসির এনজো ফের্নান্দেজ জানান,
“এক ম্যাচে মাথা ঘোরায় আমাকে মাটিতে শুয়ে পড়তে হয়েছিল। এ ধরনের তাপমাত্রায় খেলা বিপজ্জনক।”
২০২৬ বিশ্বকাপের সময়সূচি
আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। ফিফা ইতোমধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
এই নতুন বিরতি ব্যবস্থাকে সামনে রেখে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে ভিন্ন অভিজ্ঞতার একটি বিশ্বকাপের জন্য।
সিএ/এএ


