বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম মহানায়কের নাম লিওনেল মেসি। বয়স ৩৮ পেরিয়ে, তবু তিনি যেন এখনো পায়ের জাদুতে মোহিত করেন কোটি ভক্তকে। ক্লাব বিশ্বকাপের মঞ্চে ইন্টার মায়ামির হয়ে অংশ নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
তবে প্রশ্ন একটাই—২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে তাকে? নাকি ক্লাব বিশ্বকাপেই শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা গেলো আটবারের ব্যালন ডি’অর জয়ীকে?
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলতি ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ইন্টার মায়ামি।
এই টুর্নামেন্টে মেসিকে ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ ছিল চরমে। যদিও কোয়ার্টার ফাইনালে নিজের সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় মায়ামিকে, তবু গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে মেসির অসাধারণ ফ্রি-কিক ভক্তদের কিছুটা হলেও চোখ জুড়িয়েছে।
বিশ্বকাপ শুরুর বাকি এখনো এক বছরের কম সময়। অথচ মেসি এখনো জানিয়ে দেননি তিনি খেলবেন কি না।
তার ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। তবে শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রেই থাকতে পারেন আরো কিছুদিন।
বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি তিনি প্রকাশ্যে, আবার নাকচও করেননি। তাই জল্পনা চলছে—আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ বিশ্বকাপে কি নাম লেখাবেন ফুটবল জাদুকর?
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে নেতৃত্ব দিয়ে মেসি পূর্ণতা দিয়েছেন নিজের ক্যারিয়ারকে।
ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জিতেছেন গোল্ডেন বলসহ অগণিত ভক্তের হৃদয়। অনেকেই তখন বলেছিলেন, ‘এটাই মেসির বিদায়ি বিশ্বকাপ।’
তবে ফুটবল বিশ্ব জানে—মেসি মানেই চমক। তাই হয়তো তিনি আবারও ফিরবেন। হয়তো ৩৯ বছর বয়সেও আরো একবার আলোকিত করবেন বিশ্বকাপ মঞ্চ। কিন্তু যদি তিনি না ফেরেন, তবে ক্লাব বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা গেল মেসিকে।