মো: মুরাদ হোসেন
পর পর তিন বলে তিন উইকেট… হ্যাটট্রিক! ক্রিকেটে যেকোন বোলারের জন্য স্বপ্নের মত ব্যাপার। সেই স্বপ্ন কারো জীবনে সত্য হয় কারো জীবনে হয়না। কিন্তু কোথা থেকে এসেছে হ্যাটট্রিক কথাটি?
আজ জানাবো সে কাহিনী। হ্যাটট্রিক কথাটির সঙ্গে একটি টুপির (হ্যাট) এর সম্পর্ক রয়েছে। হ্যাটট্রিক কথাটির উদ্ভব হয়েছে দেড়শত বছর আগে। ১৮৫৮ সালের কথা। ইংল্যান্ডে কাউন্টি দল খেলছে এক প্রদর্শনী ম্যাচ। এইচ স্টিফেনসন বিপক্ষ দলের তিন ব্যাটসম্যানকে পর পর তিন বলে আউট করে দেন। ভক্ত আর আয়োজকরা মিলে চাঁদা তুলে তাকে একটি টুপি উপহার দেন তার হাতে। টুপি পেয়ে তিনি সবাইকে অভিবাদন জানান। এ হ্যাট থেকেই বর্তমান হ্যাটট্রিক কথাটির উদ্ভব। পরে ফুটবলসহ অন্যান্য খেলা গুলো হ্যাটট্রিক কথাটিকে নিজেদের জন্য গ্রহণ করে জনপ্রিয়তায় অনেক এগিয়ে থাকলেও এ একটা ব্যাপারে ক্রিকেটের কাছে ঋণী ফুটবল।
তিন ফরম্যাটে প্রথম হ্যাটট্রিক
১৮৭৯ সালের ২জানুয়ারি টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ফ্রেডরিক স্পোফর্থ। তিনি মেলবোর্নে ইংল্যান্ডের ভার্নন রয়াল; ফ্রান্সিস ম্যাকিনন; ও টম এমেটকে আউট করে ইতিহাস গড়েন। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন পাকিস্তানের জালাল উদ্দিন। তিনি অস্ট্রেলিয়ার রডনি মার্শ ; ব্রুশ ইয়ার্ডলি; ও লসনকে আউট করেন। টুয়েন্টি-২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক বাংলাদেশের বিপক্ষে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ব্রেট লি বাংলাদেশের সাকিব আল হাসান ; মাশরাফি মুর্তজা; অলোক কাপালিকে আউট করার মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করেন।
অভিষেকে হ্যাটট্রিক
অভিষেক টেস্টে হ্যাটট্রিক? বেশ কঠিন কাজ। কিন্তু তিনজন করে ফেলেছেন এ কঠিন ক তারা হলেন ইংল্যান্ডের মরিস এলম; নিউজিল্যান্ডের পিটার প্যাথেরিক; ও অস্ট্রেলিয়ার ড্যামিয়েন ফ্লেমিং। অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন এমন বোলার ও আছেন তিনজন। তারা হলেন বাংলাদেশের তাইজুল ইসলাম ; দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলংকার হাসারাঙ্গা।
মজার হ্যাটট্রিক
ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ দুই ওভারে নয় বরং দুই ইনিংসে হ্যাটট্রিকটি করেছিলেন। ১৮৮৮-৮৯ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসের শেষ ব্যাটসমান হিসেবে তিনি ডডিমেটকে আউট করেন। দ্বিতীয় ইনিংসে প্রথম দু’বলে তিনি মাইকেল ভেলেত্তা ও গ্রেম উডকে আউট করেন। ফলে হয়ে যান হ্যাটট্রিক কারী।
শিকার ও শিকারী
হ্যাটট্রিক করেছেন এবং হ্যাটট্রিকের শিকার হয়েছেন এমন ক্রিকেটার আছেন ৪ জন। তারা হলেন শ্রীলংকার নুয়ান জয়সা; অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন; ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড; ও ড্যারেন গফ।
দ্রুততম হ্যাটট্রিক
ভারতের ইরফান পাঠান টেস্টে খুব দ্রুততম হ্যাটট্রিকটি করেন।করাচিতে তিনি প্রথম ওভারে শেষ তিন বলে হ্যাটট্রিকটি করেন পাকিস্তানের সালমান বাট; ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফকে আউট করে। প্রথম তিন বলেও কোন রান হয়নি।