জুবায়ের ইবনে কামাল
টেস্ট ইতিহাসে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি হাত ফসকানো উইকেটের মালিক দক্ষিন আফ্রিকার ফার্স্ট বোলার মরনি মরকেল। অর্থাৎ নো বলে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনি। ৭৫ টি টেস্টে তার উইকেট সংখ্যা ২৬০ টি। ১৩ বার প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানকে আউট করেও উইকেট অর্জন করতে পারেননি তিনি। কারন সেগুলোর সবগুলোই ছিলো ‘নো বল’।
এটিকে রেকর্ড বলা না গেলেও ইতিমধ্যে তিনি সেই রেকর্ডের মালিক বনে গেছেন। সবশেষ ইংল্যান্ডের সাথে লর্ডস টেস্টে বেন স্টোকসকে বোল্ড করলেও নো বলের ফাঁদে পড়ে উইকেট নিতে ব্যর্থ হন মরনি মরকেল।