Thursday, July 31, 2025
31.4 C
Dhaka

সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি নয় ভারত, টুর্নামেন্ট থেকে বিদায়

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)-এর সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ম্যাচ বয়কট করায় যুবরাজ সিং ও শিখর ধাওয়ানদের দলটি টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে। বিপরীতে কোনো ম্যাচ না খেলেই সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদিদের নেতৃত্বাধীন পাকিস্তান।

আগামীকাল বার্মিংহামে এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগেও খেলেনি ভারত

এর আগে লিগ পর্বেও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। তখন উভয় দলকে একটি করে পয়েন্ট দিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৬টি দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ১৮ জুলাই।

লিগ পর্বে পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে এবং ভারত ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ছিল। সেই হিসেবে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।

নেটিজেনদের চাপ ও খেলোয়াড়দের সিদ্ধান্ত

ভারতীয় নেটিজেনদের সমালোচনার মুখে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান দলের পাঁচ সদস্য—শিখর ধাওয়ান, হরভজন সিং, ইউসুফ পাঠানসহ অন্যান্যরা। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সেমিফাইনালের ম্যাচটিও বয়কটের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল।

যেহেতু এটি নকআউট পর্বের ম্যাচ, তাই নিয়ম অনুযায়ী পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করে ফাইনালে উন্নীত করা হয়।

রাজনৈতিক উত্তেজনার প্রভাব

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এপ্রিল মাসে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতির প্রেক্ষিতে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে ভারতের অভ্যন্তরে।

একপর্যায়ে এমন গুঞ্জনও ছড়ায় যে, ভারত আইসিসি বা এসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসবে। যদিও সম্প্রতি প্রকাশিত এশিয়া কাপের সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে।

জাতীয় দলের বাইরে ভিন্ন চিত্র

জাতীয় দলের ক্ষেত্রে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই অপেশাদার প্রতিযোগিতায় সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা গেল। কূটনৈতিক উত্তেজনার ছায়া স্পষ্টভাবে পড়েছে মাঠের বাইরের সম্পর্কের ওপরও।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

মেসির পাস থেকে সবচেয়ে বেশি গোল লুইস সুয়ারেজের, অ্যাসিস্ট ৩৮৯টি

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ক্লাব ও জাতীয় দল...

চট্টগ্রামে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মোহাম্মদ এসকান্দর...

সাড়ে চার বছর ধরে অচল দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র

ফেনীর সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প এলাকায় স্থাপিত দেশের প্রথম...

যুক্তরাজ্যে কারিগরি ত্রুটিতে ১২০-এর বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা এনএটিএস-এর কারিগরি ত্রুটির কারণে...

গোপালগঞ্জে সহিংসতা: আরও একটি মামলা, আসামির সংখ্যা বেড়ে ১৫ হাজারের বেশি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র...

মিয়ানমারে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা, জরুরি অবস্থা প্রত্যাহার

মিয়ানমারের জান্তা সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের...

বিএসবির বাশার প্রতারণার আরও ৯ মামলায় গ্রেপ্তার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে মানি লন্ডারিং আইনে...

গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় চলাচলকারী গণপরিবহনে তৃতীয়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img