সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু ধরে রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধেই ২–০ গোলের লিড নিয়েছে পিটার বাটলারের দল। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন সিনহা জাহান শিখা ও মোসাম্মত সাগরিকা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে থাকে স্বাগতিক দল। ম্যাচের প্রথম তিন মিনিটেই টানা দুটি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ, যদিও সেগুলো থেকে গোলের দেখা মেলেনি। এরপর অষ্টম মিনিটে জয়নব বিবির দূরপাল্লার শট কোনোমতে ঠেকান নেপালের গোলরক্ষক সুজাতা তামাং।
অবশেষে ১৩ মিনিটে আসে কাঙ্ক্ষিত প্রথম গোল। বক্সের বাঁ পাশ থেকে সাগরিকার বাড়ানো বল থেকে শিখার নেয়া দ্বিতীয় প্রচেষ্টায় জাল খুঁজে পায় বাংলাদেশ। এই গোলটি ছিল শিখার টুর্নামেন্টে দ্বিতীয়। গোল হজমের পর কিছুটা গুছিয়ে উঠে আক্রমণ শুরু করে নেপাল, তবে একাধিক সুযোগ নষ্ট এবং বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি তারা।
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা। শান্তি মার্ডির ক্রস থেকে শিখার টানা দুটি প্রচেষ্টা নেপালের গোলরক্ষক ফেরালেও, তৃতীয় প্রচেষ্টায় সাগরিকা গোল করে দলকে ২–০ তে এগিয়ে নেন।
প্রথমার্ধের শেষভাগে একটি সম্ভাবনাময় আক্রমণ থেকে গোলের সুযোগ পেলেও ব্যবধান কমাতে ব্যর্থ হয় নেপাল। বাংলাদেশ তাই প্রথমার্ধ শেষ করে শক্তিশালী লিড নিয়েই।