মোঃ জুলকার নাইন মাহফুজ
১৯৮৭ সালের ২৪শে জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেন লিওনেন আন্দ্রেস মেসি । বাবা হোর্হে হোরাসিও একটি স্টিল কারখানায় কাজ করতেন এবং মা ছিলেন একজন পার্ট টাইম ক্লিনার।
পৃথিবীর অন্যতম সেরা এই ফুটবলারের শৈশবটা মোটেও সুখকর ছিল না । মাত্র ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পরে । স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সেসময় তারা মেসির চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। যার পরিমাণ ছিল প্রতি মাসে ৯০০ মার্কিন ডলার। যার ফলে মেসির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
বিধাতা হয়তো চায়নি মেসির যাত্রা এখানেই শেষ হয়ে যাক । ঠিক এ সময়ে মেসির পাশে এসে দাঁড়ায় তৎকালীন বার্সেলোনার ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ । এক অদ্ভুত উপায়ে মেসির সাথে বার্সার চুক্তি স্বাক্ষরিত হয় । হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষরিত করেন কার্লেস রেক্সাচ । এরপরই শুরু হয় মেসির আকাশ ছোঁয়ার গল্প।
আজ মেসির পরিসংখ্যান বিশ্লেষণ না করি । মেসি একক , অদম্য , অপ্রতিরোধ্য । শত বাঁধাও যাকে আটকে রাখতে পারে না । বা পায়ের শৈল্পিক ফুটবলে বিশ্বের সমস্ত মানুষকে সে বুদ করে রাখে । এ যেন একবিংশ শতাব্দির হ্যামিলনের বাঁশিওয়ালা ।
শুভ জন্মদিন মেসি । দ্য বিস্ট , দ্য ম্যান হিমসেলফ ।