মোঃজুলকার নাইন মাহফুজ
মাশরাফি বিন মোর্তজা-একটি নাম,একটি অধ্যায় । কখনো হয়ে ওঠেন ‘গুরু’ কখনো বা ‘বড় ভাই’ । স্রষ্টা তাকে এক অলৌকিক শক্তি দিয়ে পাঠিয়েছেন । হার না মানা মনোভাব ,লড়াকু মানসিকতাই তাকে আজ কোটি ভক্তের হৃদয়ে স্থান করে দিয়েছে ।
আজ ৫ অক্টোবর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শুভ জন্মদিন। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় তার মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন। তার বাবার নাম গোলাম মর্তুজা স্বপন। মায়ের নাম হামিদা মর্তুজা বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়।
দেখতে দেখতে জীবনের পঁয়ত্রিশটি বসন্ত পার করে ফেললেন । কত উত্থান-পতনের সাক্ষী হয়েছেন তিনি । তবুও কখনো থেমে থাকেননি । দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন । সাতবার সার্জারির পরও দু’পায়ে বহন করে চলেছেন দেশের ভার । পঙ্গুত্বের বোঝা মাথায় নিয়েই এগিয়ে চলেছেন এবং চলবেন । সামনে হয়তবা উপহার দিবেন আরো বড় কোনো সাফল্য ।
দিন বদলের অধিনায়ক মাশরাফি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় শুধু নয়, মানুষও।বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার পেছনের কারিগর যেন এই মাশরাফি। তাই তো পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসাও। শত বছর বেঁচে থাকুক মাশরাফি। হাজারো তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে। হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসা নিয়ে।
শুভ জন্মদিন ‘গুরু’ ।