বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ ৩৪ বছর বয়সে পা রেখেছেন।
তিনি ১৯৮৩ সালের ৫ই অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন।
নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত মাশরাফির জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালে জাতীয় দলে অভিষেক হয় এবং সকল ক্রিকেটপ্রেমীদের মনে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হন। তিনি তখন দেশের জন্য দ্রুততম বোলার ছিলেন।
পরবর্তীতে একটি আঘাতপ্রবণ কর্মজীবনের সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশের জন্য নিজেকে অগ্রণী বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ইনজুরির কারণে ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।
মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তিনি তার মেয়াদে অনেক বীরত্বপূর্ণ জয়লাভ করেছেন।
বাংলাদেশের পক্ষে ৩৬ টি টেস্ট খেলেছেন এই ডানহাতি ফাস্ট বোলার এবং উইকেট নিয়েছেন ৭৮ টি। এছাড়া ১২৮ টি ওয়ানডে ও একদিনের আন্তর্জাতিক টি -২০তে ২৩২ টি ও ৪২ টি উইকেট শিকার করেছেন তিনি। তিনি বাংলাদেশের সাবেক টি -20 অধিনায়কও ছিলেন।
আজ তার এই বিশেষ দিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।