মোঃ জুলকার নাইন মাহফুজ
দীর্ঘ নয় বছর পর সাফ সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ । কিন্তু সেই স্বপ্ন গোলরক্ষক সোহেলের হাত ফসকে চলে গেল । ৩২ মিনিটে ফ্রি কিক থেকে নেওয়া বিমল গাত্রির একটি অসহায় শট সোহেলের হাত ফসকে জালে জড়ায় । সেই সাথে বাংলাদেশের স্বপ্নভঙ্গের রাস্তাটাও মসৃণ হয়ে যায় ।
কতই না সহজ ছিল সেমিফাইনালে যাওয়ার সমীকরণ! নেপালের বিপক্ষে শুধু ড্র করলেই হবে । কিন্তু এ কজাটাই করতে পারল না গোলরক্ষক সোহেলের জন্য । এরকম একটা চাপহীন ম্যাচে শিশুতোষ এ ভুলের মাশুল দিতে হল বাংলাদেশ দলকে । অথচ গোল খাওয়ার আগ পর্যন্ত ভালই খেলছিল বাংলাদেশ । ম্যাচের শেষ মুহূর্তে নবযুগ শ্রেষ্ঠা বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
আবারও এক ব্যর্থতার সাক্ষী হল বাংলাদেশ ফুটবল দল।
ঘরের মাঠ থেকে সাফ থেকে বিদায় নিল তারা । আর কত হতাশা,আর কত ব্যর্থতা বহন করবে বাংলাদেশ ফুটবল দল সে কথা ভবিষ্যতের জন্যই তোলা থাক।