২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। গতকাল (২৯ জুলাই) খেলার সংবাদমাধ্যম ইএসপিএন এমন তথ্য জানিয়েছে। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২০২৫ সালের ৫ ডিসেম্বর।
আগামী বছরের ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল, আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিন দেশের মোট ১৬টি শহরে।
ভেগাসকেই কেন বেছে নেওয়া হচ্ছে?
প্রথমে ড্র অনুষ্ঠান আয়োজনের জন্য কানাডা ও মেক্সিকোর বেশ কিছু শহরের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত লাস ভেগাসকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ও মেক্সিকোর ক্রীড়া সংবাদমাধ্যম টিউডিএন। যদিও এখন পর্যন্ত ফিফা ড্রয়ের স্থান ও সময় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
মেক্সিকান ক্লাব পাচুকার এক্সিকিউটিভ পেদ্রো চেদিল্লো ইএসপিএনকে বলেন, “আমার ধারণা, ড্র ৫ ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ভেগাসেই অনুষ্ঠিত হবে।”
গ্রুপ হবে ১২টি, দল থাকবে ৪৮টি
২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যাদের ভাগ করা হবে ১২টি গ্রুপে, প্রতিটিতে থাকবে ৪টি করে দল। অর্থাৎ ড্রয়ের গুরুত্ব হবে অতীতের যেকোনো বিশ্বকাপের চেয়ে বেশি।
১৯৯৪-তে যেমন ছিল ভেগাস
১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাসে, ঠিক কনভেনশন সেন্টারে। যদিও সেবার শহরটিতে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
এই বছরের জন্য লাস ভেগাসের কয়েকটি ভেন্যু ৫ ডিসেম্বর বুক করে রাখা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন। তবে বিশ্বমানের প্রযুক্তিসম্পন্ন ‘স্ফেয়ার সেন্টার’ যেটি আগে সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচিত ছিল, সেটি এই ড্রয়ের জন্য ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।