হাসান আল সাকিব
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচে’ বড় বিজ্ঞাপন তিনি। তাকে বলা হয়, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ফেরিওয়ালা। মারমার কাটকাট ব্যাটিংয়ের কারণে বিশ্বের নামীদামি টি-টোয়েন্টি লিগে তাকে পেতে টানাহিঁচড়া শুরু হয় ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে। এ তিনটি বাক্য পড়ে নিশ্চয়-ই বুঝতে পারছেন, বলা হচ্ছে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের কথা। আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য সেই বিস্ফোরক ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। বিশ্বের সব জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে ফেরি করে বেড়ানো ৩৭ বছরের এ বাঁহাতি ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বিপিএলের পঞ্চম আসরে ক্রিস গেইলকে দলে ভেড়ালেও পুরো টুর্নামেন্টে তাকে পাচ্ছে না রংপুর রাইডার্স। এ সময় ব্যাটিং ত্রাস অন্য একটি টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত থাকবেন।