সাবিত রেজা
আগামী ১৫ সেপ্টেম্বর দেশের পাঁচটি ভেন্যুতে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল), যেখানে দেশের সাতটি বিভাগীয় ও ঢাকা মহানগর এই আটটি দল সুযোগ পেয়েছে।ময়মনসিংহ ২০১৪ সালে দেশের ৮ম বিভাগ হিসেবে ঘোষনা করা হয়।বিভাগ হওয়ার ৩ বছর পরও ময়মনসিংহ বিভাগীয় শহরের কোন সুযোগ সুবিদা পাচ্ছে না। কুমিল্লা জেলা হয়ে বিপিএল টিম পাচ্ছে কিন্তু ময়মনসিংহ বিভাগ হয়েও বিপিএল তে বহু দূর এখনো এনসিএলে দল পাচ্ছেনা। বিভাগীয় দল নিয়ে বিসিবি এনসিএল আয়োজন করে থাকে কিন্তু ৩ বছর আগে বিভাগ হওয়ার পরও বিসিবি ময়মনসিংহকে এনসিএলে অর্ন্তভুক্ত করছেনা।
অতছ বিসিবি ঢাকা বিভাগে এনসিএলে দুইটি দল দিয়েছে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো। ময়মনসিংহ বিভাগের খেলোয়াররা যদি ঢাকার দুই টিমে না খেলে তবে ঢাকা একাদশ সাজাতে পারবেনা।
আমাদের ময়মনসিংহ বাসীর প্রানের দাবি এনসিএল ও বিপিএলে ময়মনসিংহ টিম চাই।যে বিভাগে মাহমুদুল্লাহ রিয়াদ,মোসাদ্দেক সৈকত,শুভাগত হোম,আবু হায়দার রনি, জুবায়ের লিখন,রকিবুলদের মত জাতীয় দলে খেলা তারকা ও অনুর্ধ ১৯ দলে পিনাক ঘোষ,মোসাব্বেক হোসাইন সানের মত খেলোয়ার রয়েছে।