ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। চলতি বছরের ডিসেম্বরেই মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে ক্লাবটির আনুষ্ঠানিক সম্পর্ক। তবে ক্লাব কর্তৃপক্ষ ও কোচ হাভিয়ের মাসচেরানো চান, মেসি আরও অন্তত কয়েক বছর ক্লাবটির সঙ্গে থেকে যান।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসির সঙ্গে নতুন করে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির বিষয়ে ইন্টার মিয়ামি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে মাসচেরানো বলেন, “লিওকে নিয়ে আমরা সবাই চাই সে চুক্তি নবায়ন করুক। তবে এটা ক্লাব ও মেসির মধ্যকার বিষয়। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। সময়মতো আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই চুক্তি নবায়নের ব্যাপারে নিশ্চিত কিছু বলেনি, তবে কোচ মাসচেরানো জানিয়েছেন, ক্লাবের অভ্যন্তরে সবাই মেসিকে আরও দীর্ঘ সময় ধরে দলে দেখতে চান। “আমি শুধু এটুকুই বলতে পারি, আমরা সবাই চাই লিও আমাদের সঙ্গেই থাকুক,” বলেন তিনি।
২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে ৩৮ বছর বয়সী মেসি দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন। তার উপস্থিতিতে ক্লাবটি মাঠের ভেতরে যেমন শক্তি পেয়েছে, তেমনি মাঠের বাইরেও পেয়েছে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা।
ফলে চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত জল্পনা চলবে, তবে ইন্টার মিয়ামির পক্ষ থেকে বারবার আস্থার বার্তা দেওয়ায় সমর্থকদের প্রত্যাশা— মেসিকে হয়তো আরও কিছু বছর দেখা যাবে ফ্লোরিডার জার্সিতে।