মোঃজুলকার নাইন মাহফুজ ।।
একটি ম্যাচ মাঝে মাঝে আপনাকে দাঁড়করিয়ে দিবে জীবন-মৃত্যুরসন্ধিক্ষণে গতকাল এশিয়ান গেমসের জাপান বনামদক্ষিণ কোরিয়ার ফাইনাল ম্যাচটি আর সবারকাছে যেমন ছিল তেমন ছিলনা সনহিউং মিনেরকাছে এই একটি ম্যাচ বদলেদিতে পারত তার ভাগ্য । অদ্ভুত একনিয় মেরফলে কালের গর্ভেহারিয়ে যেতে পারত তার ফুটবল প্রতিভা ।
দক্ষিণ কোরিয়ায় প্রত্যেক পুরুষকে ২৮ বছর বয়সের মধ্যে বাধ্যতামূলক ভাবে দুই বছরের সেনা প্রশিক্ষণ নিতে হয় এতে কাউকে বিন্দুমাত্র কোনছাড় দেয়া হয়না । তবেক্রীড়াবিদ দের জন্য এ নিয়মকিছুটাশিথিল , কোনোক্রীড়া বিদযদি অলিম্পিকে পদকজয়ী হতে পারত তার জন্য এ সেনা প্রশিক্ষণ আরবাধ্যতামূলক থাকেনা ।
কিন্তু এশিয়ান গেমসে কেবল মাত্র সোনাজিততে পারলেইকেউ এ থেকেমুক্তিপাবে অন্যথায় অন্যসবার মততাকেও সৈনিকজীবনের অধ্যায়ে প্রবেশ করতে হবে ।
শেষ পর্যন্ত ভাগ্যের অশেষকৃপায়সনহিউং মিনকে আর সেনাজীবন বরণকরতে হয়নি ম্যাচটা ২-১ ব্যবধানে জিতে সোনাজিতে নেয় তারদল দক্ষিণ কোরিয়া ।
জীবনের শেষনিঃশ্বাস পর্যন্ত ম্যাচটার কথা মনেরাখবে সনহিউংমিনতাবলাইবাহুল্য ‘জিতলে সোনা হারলে সেনা’ এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতেনেমেছিল !