রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে যৌন হয়রানিমূলক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড চেয়েছে স্পেনের সরকারি প্রসিকিউশন বিভাগ। গোপনীয়তা লঙ্ঘনের দায়ে এই শাস্তি চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ও ‘দ্য অ্যাথলেটিক’।
অভিযোগ অনুযায়ী, রিয়ালের যুব দলের দুই সাবেক খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কের দৃশ্য গোপনে ধারণ করেন। যদিও ভিডিও ধারণে আসেনসিও জড়িত ছিলেন না, তবে তা চেয়ে নিয়ে দেখেন এবং পরে একজন বন্ধুকেও দেখান।
এই ঘটনায় আসেনসিওসহ রিয়ালের সাবেক আরও তিন ফুটবলার— ফেরান রুইজ, হুয়ান রদ্রিগেজ ও আন্দ্রেস গার্সিয়ার বিরুদ্ধেও মামলা হয়েছে।
প্রসিকিউশন বলেছে, আসেনসিও ভিডিওটি মুছে ফেললেও সেই আচরণ শাস্তিযোগ্য। তবে তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়নি। আসেনসিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং এক বিবৃতিতে জানিয়েছেন, আদালতের রায় না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ এবং নারীদের গোপনীয়তার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।