ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বারবার ঘুরেফিরে আসছেন ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সাবেক স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নানা গুজব, সমালোচনার মুখে পড়েছেন তিনি। এসব বিতর্কের কারণে মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানালেন চাহাল।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে চাহাল বলেন, “আমি কোনোদিন স্ত্রীর সঙ্গে অন্যায় করিনি। কিন্তু বিচ্ছেদের পর আমাকে প্রতারক বলা হয়েছিল। যা আমি মেনে নিতে পারিনি। আমার মতো সৎ মানুষ দুটো খুঁজে পাওয়া যাবে না।”
বিচ্ছেদের পর নেতিবাচক মন্তব্য ও সামাজিক চাপের প্রভাব কেমন ছিল, তা নিয়ে চাহাল বলেন, “অনেক সময় মনে হতো নিজেকে শেষ করে দিই। চার-পাঁচ মাস আমার ওপর দিয়ে যা গেছে, তা আমি ছাড়া কেউ জানে না। আচমকা উদ্বেগ হতো, নিজেকে ঘরবন্দি করে রাখতাম। সব কিছু না জেনেই মানুষ মন্তব্য করত, যা খুব কষ্ট দিত।”
তবে সেই অন্ধকার সময় পেরিয়ে এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরেছেন বলেই জানান চাহাল। তাঁর ভাষায়, “আবারও নিজেকে গুছিয়ে নিয়েছি। মানসিকভাবে এখন অনেক ভালো লাগছে।”
সম্প্রতি বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে চাহালকে হাসিমুখে দেখা গেছে। মাঠেও তিনি ফিরেছেন পুরোনো আত্মবিশ্বাস নিয়ে।