বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড ঘোষণা, বাদ পড়েছেন বাবর-রিজওয়ান-শাহিন
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে আছেন সালমান আগা। তবে স্কোয়াডে রাখা হয়নি নিয়মিত তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে।
চোটের কারণে দলে নেই অলরাউন্ডার শাদাব খান ও ফাস্ট বোলার হারিস রউফ। কাঁধের সমস্যায় ভোগা শাদাব সম্প্রতি যুক্তরাজ্যে অস্ত্রোপচার করিয়েছেন এবং পুনর্বাসনে রয়েছেন। অন্যদিকে গ্রেড-১ হ্যামস্ট্রিং ইনজুরিতে মেজর লিগ ক্রিকেট থেকে ছিটকে যাওয়ায় বাংলাদেশ সিরিজেও খেলতে পারবেন না রউফ।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদেই নজর কাড়েন তারা। বিশেষ করে সালমান মির্জা ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন।
পাকিস্তান দল ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। এর আগে মে মাসে ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।