দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে নিজেদের রক্ষণভাগকে চাবিকাঠি হিসেবে দেখছেন ফ্রান্সের অঁতোয়ান গ্রিজমান। সেই সঙ্গে তারকা ফরোয়ার্ডের প্রত্যাশা, আক্রমণভাগে তার দুই সতীর্থ অলিভিয়ে জিরুদ ও কিলিয়ান এমবাপে ভালো করবেন।
এবারের বিশ্বকাপে ফাইনালে ওঠার পথে ছয় ম্যাচে চার গোল খেয়েছে ফ্রান্স। এর মধ্যে শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষেই তিন গোল খেয়েছিল দলটি। রোমাঞ্চকর লড়াইটি ৪-৩ ব্যবধানে জিতেছিল ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা।
তাই জমাট রক্ষণে ভর করেই ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গ্রিজমান।
“আমাদের দলে রক্ষণভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আক্রমণভাগে আমরা যে কোনো সময়ে গোল করতে পারি।”
মস্কোর লুজনিকি স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় রাত নয়টায় রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।
ফরাসিরা শিরোপা জিতলে গ্রিজমানের গোল্ডেন বল জয়ের সম্ভাবনা বাড়বে। তবে তা নিয়ে মোটেও ভাবছেন না তিনি।
“এটা বিশ্বকাপ জয়ের একটা সুযোগ, গোল্ডেন বল জয়ের নয়। আমি গোল্ডেন বল জিতি কি-না, তা নিয়ে ভাবি না; বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি সবকিছু দিব।”
“আমি জানি, একটা জয় অনেক কিছু পাল্টে দিতে পারে।”