নাহিদ আহসান ||
পাকিস্তানের মেয়েদের সাথে ছেলেখেলায় মেতে উঠে দুরন্ত সূচনা বাঘিনীদের। ভূটানের থিম্পুতে আজ থেকে শুরু হলো সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচেই বাংলার বাঘিনীদের কাছে ধরাশয়ী হয়ে গেল পাকিস্তানি অনূর্ধ্ব-১৫ মহিলা দল। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিল ঠিক এইবারও শিরোপার শক্ত দাবিদার বাংলাদেশ। বিশাল এক বন্যা দেখলো বিশ্ব,বাংলাদেশের গোল বন্যা,ডুবে গেলো পাকিস্তান।
পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে বেড়ায় বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই প্রচন্ড চাপে পড়ে থাকে পাকিস্তান, ঠিক সেই সুযোগে যেন গোলবন্যায় মেতে উঠে বাংলাদেশ। শুরুটা একদম ম্যাচের শুরুতেই,ঠিক ৫ম মিনিটেই বাংলাদেশের দূরন্ত সূচনা এনে দেন তহুরা খাতুন।
এরপর যেন আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। ১৭ মিনিটের মাথায় গোল করেন মনিকা চাকমা এবং ঠিক তার ২ মিনিট পরেই আবার দারুন এক গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন তহুরা খাতুন।
৩১তম মিনিটে শামসুন্নাহার,৩৯ মিনিটের মাথায় মারিয়া,এক মিনিট পর অর্থাৎ ৪০ মিনিটের মাথায় আখি খাতুন গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ৬-০ গোলে।
ভাবা যাচ্ছিলো না দ্বিতীয়ার্ধ এই স্কোর বোর্ড গিয়ে দাঁড়াবে ১৪-০ তে।
৪৮ মিনিটেই গোল করেন সাজেদা খাতুন।
এরপর ৫০’,৫৪’,৫৭’ মিনিটে টানা তিন গোল করে নিজের এক হালি পূর্ণ করেন শামসুন্নাহার। এরপর ৫৮ মিনিটেই আঘাত হানেন সাজেদা,বাংলাদেশ এগিয়ে যায় ১১-০ তে।
৬০’ ও ৮৮’ তে গোল করেন আনাই মোগিনি।
এবং ৯০ মিনিটে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যাচের নায়িকা শামসুন্নাহার। করেন,নিজের ৫ম গোল।
দারুণ এ জয়ে বেশ উল্লাসিত বাংলার বাঘিনীরা,প্রমান রেখেছে নিজেদের শক্তির। বলতে গেলে,বাকি প্রতিপক্ষগুলোর গলা শুকিয়ে গেছে এই ম্যাচ দেখে।