রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র শুধু ফুটবল মাঠে নয়, সমাজেও রেখে যেতে চান নিজের স্থায়ী ছাপ। ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর ছুটিতে থাকা এই ফরোয়ার্ড সম্প্রতি জিকিউ স্পেন–কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা।
ভিনিসিয়ুস বলেন, “আমি ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন আছে। ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে বড় শিরোপা জিততে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই।”
তবে ফুটবলের গণ্ডি ছাড়িয়ে সামাজিক দায়বদ্ধতার দিকেই তার বড় আকাঙ্ক্ষা। তিনি বলেন, “আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটা লেগ্যাসি রেখে যাওয়া, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে যাবে—বিশেষ করে ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমার ফাউন্ডেশনের মাধ্যমে।”
২০১৭ সালে ফ্লামেঙ্গো থেকে চুক্তিবদ্ধ হয়ে ২০১৮ সালে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর থেকেই ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।
নিজের পথচলার কথা স্মরণ করে বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলা এখনও স্বপ্নের মতো মনে হয়। আমি জানি, আমার এই যাত্রা অন্যদের অনুপ্রাণিত করে, বিশেষ করে সেখানকার শিশুদের, যেখান থেকে আমি এসেছি।