- নিজের প্রথম ম্যচেই নিজের নামের সুবিচার না করতে পারলেও দ্বিতীয় টাতে নিজের জাতচিনিয়েছেন নেইমার।
গেঁগাঁর ছোট্ট মাঠে কি আর রাজার রাজ্যাভিষেক হয়! কাল প্রথম প্যারিসে পিএসজির পার্ক দেস প্রিন্সেস মাঠে খেললেন নেইমার। আর তাঁর জাদুকরি ফুটবলে তুলুসকে ৬-২ গোলে উড়িয়ে দিল পিএসজি। নেইমার নিজে দুটি গোল করেছেন। বাকি ৪ গোলের প্রতিটাতেই রেখেছেন ভূমিকা। এর মধ্যে তাঁর দ্বিতীয় গোলটি ছিল বক্সের মধ্যে জাদুকরি ড্রিবলিংয়ে তুলুস ডিফেন্ডারদের বোকা বানিয়ে। পিএসজি যে ২২২ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য অঙ্কটা ঠিক জায়গাতেই ঢেলেছে, প্রতিমুহূর্তে যেন তা প্রমাণ করে চলেছেন ব্রাজিলীয় তারকা। এই জয়ে তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল পিএসজি। মোনাকোর কাছে রাজ্যপাট ফিরিয়ে নেওয়ার হুংকারটা আরও জোরালো হলো। ১৫ মাস পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের খুঁজে পেল পিএসজি। গত মৌসুমে কোনো রাউন্ডের খেলা শেষেই এক নম্বরে উঠতে পারেনি প্যারিসের দলটি! ৮ পয়েন্টের ব্যবধানে লিগ জিতেছিল মোনাকো।
