প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগে ফৌজদারি আদালতে বিচারের সুপারিশ করেছে ফ্রান্সের প্রসিকিউটররা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের উপশহর বোলোন-বিয়ানকুরে এই ঘটনার অভিযোগ ওঠে। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ২৬ বছর বয়সী এই মরক্কো আন্তর্জাতিক।
ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে নান্তের প্রসিকিউটর অফিস জানিয়েছে, “বিচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তদন্তকারী বিচারক।” অভিযোগ অনুযায়ী, ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে হাকিমি এক নারীকে নিজের বাড়িতে ডেকে নেন এবং সেখানেই তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করেন। ঘটনার সময় হাকিমির স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন না।
অভিযোগকারী নারী পুলিশকে জানান, তিনি পরে এক বন্ধুর সহায়তায় বাড়ি থেকে বের হন। তবে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি তিনি। এরপরও প্রসিকিউটররা নিজেরা মামলাটি গঠন করেন।
হাকিমির আইনজীবী ফানি কোলিন এই সুপারিশকে ‘অযৌক্তিক ও অস্পষ্ট’ বলে দাবি করে বলেন, “আমার মক্কেল শুরু থেকেই শান্ত ও সহযোগিতাপূর্ণ রয়েছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে লড়ব। এটি একটি অর্থনৈতিক চাঁদাবাজির চেষ্টার ফাঁদ ছাড়া কিছু নয়।”
অন্যদিকে, অভিযোগকারী নারীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো বলেন, “এটি ভুয়া মামলা বা প্রতারণা নয়। ভুক্তভোগী এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন। ধর্ষণের মতো গুরুতর অভিযোগে সাহস করে এগিয়ে আসা নারীদের সম্মান ও সুরক্ষা দিতে হবে।”
হাকিমি পিএসজিতে যোগ দেওয়ার আগে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানে। কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে উঠে আসার পেছনেও তাঁর বড় অবদান ছিল।