মোঃ জুলকার নাইন মাহফুজ
অনুর্ধ্ব-২৩ দলকে জাতীয় দলের মোড়কে ঢাকায় সাফ খেলতে পাঠিয়েছিল ভারত । এ যেন পারার কোনো
এক টুর্নামেন্ট ! কিন্তু এই ভারতের অহমেই একটু ঘা লাগাল মালদ্বীপ । বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সাফের
ফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল মালদ্বীপ ।
ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ভারতকেও আজ পাত্তা দেয়নি তারা। প্রথমার্ধের ১৯ মিনিটেই ইব্রাহিম মাহুদির গোলে এগিয়ে যায় মালদ্বীপ। গোল হজমের পরও কখনোই সমতায় ফেরার মতো খেলতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। উল্টো দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ২-০ করে ম্যাচ থেকে প্রায় ছিটকেই দেয় ভারতকে। শেষ দিকে ব্যবধান ২-১ করেন সুমিত পাসি।