টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানিয়েছে বিসিবি’র প্রধান নির্বাহী।
বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায়, মূল পর্বে ভালো খেলার আত্মবিশ্বাস বেড়েছে, বললেন অধিনায়ক সালমা খাতুন। বিশ্বকাপের আগে বিদেশে আরো প্রস্তুতি ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রুমানা, সালমারা। ফাইনালে তারা হারিয়েছে তুলনামূলক শক্তিশালী দল আয়ারল্যান্ডকে। বাছাই পর্বের আগে এ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন- ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও জিতেছিলো জাহানারা, সালমারাই। এতো এতো জয়, এর আগে কখনোই দেখেনি বাংলাদেশ। এ কেমন অনুভূতি? জানালেন অধিনায়ক।
‘এশিয়া কাপটা আমাদের জন্য বড় পাওয়া ছিলো। বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আমরা কোয়ালিফাই না করলে আমরা বিশ্বকাপ খেলতে পারতাম না। আমাদের বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে বিশ্বকাপে ভালো করতে পারবো।
দীর্ঘদিন পর হলেও এক টানা অনেকগুলো ম্যাচ খেললো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ফলাফলটা চোখের সামনেই। এবারের মিশন ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। ভালো করতে হলে নিতে হবে আরো প্রস্তুতি। আস্বস্থ করলেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
‘বিভিন্ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে। আমরা চেষ্টা করবো, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য কিছুটা আগে টিম পাঠানোর এবং ওখানে কয়েকটা ম্যাচ খেলানোর।’
২০১৪ ও ২০১৬ সালের পর তৃতীয়বারের মতো আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্টিত হতে যাওয়া ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আসরে অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।