মোঃ জুলকার নাইন মাহফুজ
ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েও খুশি নয় বার্সা । কারণ ম্যাচের মাত্র ১৪ মিনিটে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে । যা তাকে ছিটকে দিয়েছে বার্সা-রিয়ালের মহারণ এল ক্লাসিকো থেকে । অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই খেলোয়াড়। ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়েছে মেসির কবজির ওপরের হাড়ে চির ধরেছে। বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ডাক্তারি পরীক্ষার পরে জানা গেছে মেসির ডান হাতের কবজির ওপরের হাড়ে চির ধরেছে।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানে বিপক্ষে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা । নভেম্বরের ৬ তারিখে ফিরতি ম্যাচেও হয়তো তাঁকে পাওয়া যাবে না। পাওয়া যাবে না রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোতেও । স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ বার্সা বস ভালভার্দের । তবে নিজেদের সেরা খেলাটাই খেলতে বললেন শিষ্যদের ।
মেসিবিহীন বার্সা পরীক্ষা গুলো কিভাবে পার করবে সেটিই দেখবার বিষয় !