একসময় বাংলাদেশের ক্রিকেটে এক অটুট ত্রয়ীর নাম ছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মাঠের ভেতরে-বাইরে তাদের বন্ধুত্ব ছিল অনেকের জন্য অনুকরণীয়। সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের রঙ কিছুটা বদলেছে—বিশেষ করে তামিম ও সাকিবের বন্ধুত্বে এসেছে ফাটল।
বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাকিব ব্যস্ত সময় কাটাচ্ছেন কখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, কখনো যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে। এমনই এক ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে নিজের পুরোনো সতীর্থদের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা অলরাউন্ডার।
সাকিব বলেন, “অনূর্ধ্ব–১৯ থেকেই তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে খেলছি। প্রায় দুই যুগের সম্পর্ক আমাদের, অসংখ্য স্মৃতি আছে। তারা সবাই আমার ভালো বন্ধু।”
তবে বর্তমান বয়সে এসে সম্পর্কের বাস্তবতা নিয়েও কথা বলেন সাকিব। তার ভাষায়, “এই বয়সে এসে আমি বুঝেছি, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। কারো সঙ্গে ভালো বন্ড থাকা ভালো, কিন্তু সেই বন্ধুর ওপর বিশ্বাসটাই সবচেয়ে জরুরি। ক্রিকেটের বাইরে একজন সেরা বন্ধু থাকা দরকার। ক্রিকেটে অনেকে ভালো বন্ধু হতে পারে, কিন্তু সবাই বিশ্বাসযোগ্য হয় না।”
শুধু তামিম বা মুশফিকই নয়, জাতীয় দলের আরও কিছু ক্রিকেটারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন সাকিব। রুবেল হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রুবেল হোসেনের সঙ্গে আমার সবসময়ই দারুণ সম্পর্ক ছিল। আমরা অনেক মজা করেছি একসাথে। তাসকিনও আছে—ক্রিকেটের বাইরের সময়গুলো আমাদের বন্ধুত্ব আরও মজবুত করেছে।”
সব মিলিয়ে, সময়ের সঙ্গে বন্ধুত্বের দৃশ্যপট কিছুটা পাল্টালেও স্মৃতির পাতায় সেই বন্ধন এখনও অমলিন বলেই মনে করেন সাকিব।