কলম্বো টেস্টে বড় হার, র্যাঙ্কিংয়েও ধস বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার যেন র্যাঙ্কিংয়েও নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর। ব্যাটিং থেকে বোলিং—দুই বিভাগেই অনেকেই পিছিয়ে পড়েছেন আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে। তবে আশার আলো হয়ে জ্বলছে কিছু ব্যক্তিগত উন্নতির দিকও।
বোলিংয়ে ধস, ব্যতিক্রম শুধু নাঈম
কলম্বোতে একটিও উইকেট না পাওয়া মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে এখন ২৫ নম্বরে অবস্থান করছেন। তবে তিন উইকেট পাওয়া নাঈম হাসান নিজের আগের অবস্থান ৪৩ নম্বরেই ধরে রেখেছেন। এ টেস্ট শেষে তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৪৮৮, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।
পেসারদের মধ্যে ইবাদত হোসেন কোনো পরিবর্তন ছাড়াই ৭৭তম অবস্থানে রয়েছেন। আর তরুণ পেসার নাহিদ রানা সাত ধাপ পিছিয়ে ৮২ নম্বরে নেমে গেছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও পতন
ব্যাটিংয়েও দেখা গেছে একধরনের ম্লান চিত্র। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে চলে গেছেন। সদ্য বিদায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন পাঁচ ধাপ, এখন ৩৪ নম্বরে।
মুমিনুল হক দুই ধাপ পিছিয়ে ৫২ নম্বরে অবস্থান করছেন। ওপেনার সাদমান ইসলাম স্থির আছেন ৫৪ নম্বরে, আর মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে আছেন ৫৫ নম্বরে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আশার নাম মিরাজ
ব্যাটিং ও বোলিং দুই বিভাগে পিছিয়ে পড়লেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনো উজ্জ্বল মেহেদী হাসান মিরাজ। তিনি আগের মতোই দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর ওপরে শুধু একজন—ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ নিজেদের গুছিয়ে আবারো শক্তভাবে ঘুরে দাঁড়ানোর। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা ফেরানোই হতে পারে একমাত্র পথ।