তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তান, ইতিমধ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
সিরিজের প্রথম দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে সিরিজে ২-০ তে এগিয়ে আছে পাকিস্তান, তাই এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে তারা।
অন্যদিকে হারের বৃত্তে থাকা জিম্বাবুয়ে ফিরতে চাইবে জয়ের ধারায়, এই ম্যাচ হারলেই সিরিজ শেষ তাদের ঘরের মাঠে সিরিজটি সহজে হারতে চাইবেনা তারা।
দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে পাকিস্তান। মোহাম্মদ আমির ও হাসান আলির জায়গায় দলে এসেছে জুনায়েদ খান ও ইয়াসির শাহ। অন্যদিকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে।