মোঃফাহাদ বিন রহমান
চলতি মৌসুমের শুরু থেকেই দেখা যাচ্ছে মেসি ম্যাজিকের। চ্যাম্পিয়ন্স লিগে স্পেনিশ জায়ান্ট বার্সার বিপক্ষে ম্যাচে কেউ শুধু লিওকে নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন টটেনহাম ডিফেন্ডার ড্যানি রোজ।
বুধবার বাংলাদেশ সময় রাত একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লা লিগা চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে টটেনহ্যাম।প্রথম ম্যাচে ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগের শুরু হয়েছে টটেনহামের।
লা লিগায় সাত ম্যাচে পাঁচটি গোল পেয়েছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা করেছেন আরও দুর্দান্ত। পিএসভির বিপক্ষে বার্সার ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন এই আর্জেন্টাইন ম্যাজিসিয়ান।
“সে আমার প্রিয় খেলোয়াড়। আমি যদি না খেলি বা তার বিপক্ষে না খেলি তাহলে তাকে দেখে আমি রোমাঞ্চিত হবো। এটা এমন একটা অভিজ্ঞতা যা আমাদের উপভোগ করতে হবে।”
“আমাদের কাছে কোচ এটা চাইবেন না যে, তাকে ভয় পেয়ে আমরা খেলতে যাই। যতক্ষণ পর্যন্ত আমরা সবাই আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করব, ততক্ষণ আমাদের মনে হবে এটা এমন একটা ম্যাচ যেখানে আমরা নিজেদের মেলে ধরতে পারব এবং জিততে পারব।”
লা লিগার শক্তিশালী দল বার্সেলোনা ও অন্যতম সেরা ফুটবলার মেসির বিপক্ষে টটেনহ্যাম ভালো একটা ফল পেতে পারে বলে মনে করেন রোজ।
তিনি বলেন “দল হিসেবে আমরা যদি ভালো খেলি তাহলে আমরা বার্সেলোনাকে আটকাতে পারব। শুধু মেসিকে নয়। কেবল মেসিকে নিয়ে আমরা ভাবতে পারি না। আক্রমণভাগে তাদের বিশ্বমানের তিনজন খেলোয়াড় আছে। বুধবার আমরা যদি আমাদের খেলাটা না খেলি তাহলে এই তিন জনই ভয়ের কারণ হবে।”