নাফিসা নুজহাত ||
২০১৪,২০১৬ ও ২০১৭ তে উয়েফা বর্ষসেরা পুরষ্কার উঠেছিল রোনালদোর হাতে। ২০১৫ তে লিওনেল মেসি জিতেছেন এই খেতাব। এবার ২০১৮ তে মোহাম্মাদ সালাহ, রোনালদো, মেসিদের পেছনে ফেলে বিজয়ীর হাসি ফুটেছে লুকা মদরিচের মুখে। তবে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২ বার কিংবা সর্বোচ্চ ৩ বার উয়েফার বর্ষসেরার পুরষ্কারের রেকর্ড থেকে পেছানোয় রোনালদো কিছুটা নারাজ।
বর্ষসেরা খেলোয়াড়দের দৌড়ে জুরি মেম্বারদের ভোটেই কপাল খুলে মদরিচের। ৩১৩ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্বের পুরষ্কার জিতেন মদরিচ, প্রতিদ্বন্দ্বী রোনালদোর সাথে পয়েন্ট ব্যবধান চোখে পড়ার মতো, সাবেক সতীর্থকে হারিয়েছেন ৯০ পয়েন্টের ব্যবধানে। রাগে ক্ষোভে শুক্রবার মোনাকোতে অনুষ্ঠিত উয়েফা ইউরোপা লিগের ড্র্রয়ের অনুষ্ঠানেও যান নি রোনালদো। রেগে গিয়ে রীতিমতো গলা ফাটিয়েছেন রোনালদোর এজেন্ট মেন্ডেস! রোনালদোর হেরে যাওয়াটা অবিশ্বাস্য ও লজ্জাকর বলে দাবী করেছেন উনি!
জুভেন্টাসে সদ্য নাম লিখানো রোনালদোর কোচ এবং নিজের সহকারীদের কাছ থেকে রোনালদোর এই হারের বিরক্তি ও রাগ সম্পর্কে জানা যায়। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো অবশ্য এই রাগকে ইতিবাচক হিসেবে দেখছেন।তিনি এই রাগকে স্বাভাবিক আখ্যা দিয়ে বলেছেন, “রোনালদোর এই আচরণে বুঝতে পারা যায় সে নিজের সর্বোচ্চ দিয়ে সেরা হওয়ার জন্য কতটা ব্যাকুল।এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক একটা দিক।”
উয়েফার বর্ষসেরা খেতাব অর্জন করতে না পারলেও সান্তনা তিনি খুঁজে পেতে পারেন সাংবাদিকদের এবং কোচদের ভোটে সেরা স্ট্রাইকারের পুরষ্কার থেকে। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচের কাছে হারায় রোনালদোর ক্ষোভ তাকে কতটা আরো ভালো করার অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিতে পারে সেটাই দেখতে চান সিআরসেভেন ভক্তরা ।