মোঃজুলকার নাইন মাহফুজ ।।
জাতীয় দলের পরিচিত মুখ সাব্বির রহমান বেশ কিছুদিন ধরেই শৃঙ্খলাজনিত কারণে বিসিবি’র তোপের মুখ আছেন । মাঠের বাইরে তার নানা অসংলগ্ন আচরণ বেশ বিপাকে ফেলেছে বিসিবিকে । তাই সাব্বির রহমানের বিরুদ্ধে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের সুপারিশ করেছে বিসিবি । বিসিবির শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আজ এ প্রস্তাব উত্থাপন করা হয় । বোর্ড মিটিংয়ে তা অনুমোদন পেলে এ শাস্তি কার্যকর হবে ।
সাব্বির রহমান সম্প্রতি বিতর্কিত হন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভক্তকে গালাগালি করে । এছাড়া সমর্থকদের সাথে অসদাচরণ করার অভিযোগ তার বিরুদ্ধে আছে । গত ডিসেম্বরে রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সময়ে এক কিশোরকে পিটিয়েছিলেন তিনি । বছর চারেক পূর্বে ঢাকায় সস্ত্রীক খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাকেও উত্যক্ত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে ।