মোঃ জুলকার নাইন মাহফুজ
অঘটন! নাকি দুর্ভাগ্য? যেটাই বলুন না কেন এবারের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচই রুদ্ধশ্বাস এবং তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ হচ্ছে। জন্ম দিচ্ছে অনেক অঘটনের। কিন্তু সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল কোরিয়া। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় করে দিল এশিয়ার কোরিয়া।
পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে জার্মানি। কিন্তু বারবার গোল মুখে গিয়ে মুখ থুবড়ে পড়ছিল জোয়াকিম লো’র শিষ্যরা। কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না। এদিন কোরিয়ার গোল পোস্টে চীনের মহা প্রাচীর হয়ে ছিলেন তাদের গোলরক্ষক। জার্মানির শতভাগ নিশ্চিত গোলও ঠেকিয়ে দিচ্ছিলেন অনায়াসে।
পুরো নব্বই মিনিটে কেউই গোলের দেখা পায়নি। খেলা যখন সমতায় থেকে শেষের পথে ঠিক তখনই গোলের দেখা পেয়ে গেল কোরিয়া। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জার্মানির জালে বল জড়ায় কোরিয়ার কিম ইয়ং গং। এরপর অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে জার্মানির ফাঁকা পোস্টে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করে কোরিয়ার সন হিউয়ান।