–জুবায়ের ইবনে কামাল
গতকাল প্রথম দিনে মাত্র ২৬০ রানের ইনিংসের পর ম্যাচটা খুব সহজই মনে হয়েছিলো অস্ট্রেলিয়ার কাছে। তাদের আছে টেস্টে শত বছরের অভিজ্ঞতা। কিন্তু মাঝে মাঝে সব অভিজ্ঞতার শক্তিই হার মেনে যায়।
আর সে বিষয়টিই প্রমাণিত হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে। ১১ বছর পর অনুষ্ঠিত দু’দলের টেস্ট ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিলো অস্ট্রেলিয়ানরা। তার উপর স্কোয়াড নির্বাচন নিয়ে ছিলো বিতর্ক। ব্যাটিং বিপর্যয়ের পর যেন সব আশাই চুপসে গিয়েছিলো বাঙালীদের। কিন্তু ৭১ সালে ঘুরে দাঁড়ানোর শক্তিটা যে বাঙালীদের রক্তে মিশে আছে।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করার আগেই তিন তিনজন বাঘা বাঘা ব্যাটসম্যান ধরেছিলেন প্যাভিলিয়নের পথ। রানের খাতায় তখন যোগ হয়েছে মাত্র ১৮ সংখ্যা। পরের দিন অভিজ্ঞ দল অস্ট্রেলিয়া যে ঘুরে দাঁড়াবে তা ছিলো ভাগ্যলিপি। কিন্তু টাইগারদের বোলিং তোপে অজিদের সাধারণ ভাগ্যলিপিটাও বদলে যায়।
মাত্র ২১৭ রান করেই অলআউট হয়ে যায় এ্যাশেজ মঞ্চ কাঁপানো টেস্ট ক্রিকেট দল অস্ট্রেলিয়া।
অজিদের সব অভিজ্ঞ ব্যাটসম্যানদের উপর একাই রাজত্ব করেছে মিরাজ-সাকিবের মত স্পিনাররা। পরের ইনিংসেও একই ধারাবাহিতা বজায় রাখবে বাংলাদেশ এমনটাই আশা করছে টাইগার সমর্থকরা।