আইপিএলে বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে পার্থিব প্যাটেলকে নেতৃত্বে আনার পরিকল্পনা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন দলটির সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
মঈনের ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালে গ্যারি কারস্টেনের কোচিংয়ে থাকা অবস্থায় পার্থিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
বিরাট কোহলি ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আরসিবির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে দল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেলেও মাঠের পারফরম্যান্সে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। ২০১৬ সালে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। তাঁর অধিনায়কত্বে দল পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। ২০১৯ মৌসুমেও এমনটাই ঘটেছিল, যেখানে ১৪ ম্যাচের ৮টিতেই হেরে টেবিলের তলানিতে অবস্থান করেছিল দলটি।
মঈন আলী বলেন, “আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পরিকল্পনা ছিল তাকে নেতৃত্বে আনার। ওর ক্রিকেট মস্তিষ্ক ছিল দুর্দান্ত, তখন এই বিষয়েই আলোচনা চলছিল। আমি জানি না শেষ পর্যন্ত কেন সেটা হয়নি, কিন্তু নিশ্চিতভাবে তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।”
পার্থিব প্যাটেল ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ও বিচক্ষণ ক্রিকেটার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ এবং দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শক হিসেবে কাজ করছেন।
২০১৯ সালে গ্যারি কারস্টেন একটি সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ কিছু সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “কিছু গঠনমূলক পরিবর্তন প্রয়োজন, আমরা মালিকদের সঙ্গে বসে তা নিয়ে আলোচনা করব।” ধারণা করা হচ্ছে, সেই পরিবর্তনের অংশ হিসেবেই অধিনায়কত্ব নিয়ে চিন্তাভাবনা চলছিল।
২০২২ থেকে আরসিবির নেতৃত্বে আসেন দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসি। তবে ২০২৫ সালের আসরের জন্য তাকে ধরে রাখেনি দলটি। নতুন অধিনায়ক হন রজত পাতিদার, যার নেতৃত্বেই দল প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তোলে।