ডোপ টেস্টে ব্যস্ত এমবাপ্পে, রেখেই বিমানবন্দরের পথে রিয়াল মাদ্রিদের বাস
ফিফা ক্লাব বিশ্বকাপে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩–২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জয়সূচক গোলটি করেন দলের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের নায়ক হয়েও ম্যাচ শেষে ঘটে যায় অস্বস্তিকর এক ঘটনা—দলীয় বাস ছাড়লেও তাতে ছিলেন না এমবাপ্পে।
ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম থেকে নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় রিয়ালের বাস। খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই উঠে যান, এমনকি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও চলে যান ব্যক্তিগত গাড়িতে। তখনই রিয়াল কর্তৃপক্ষ টের পায়—একজন নেই, আর তিনি হলেন এমবাপ্পে।
ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ শেষে এমবাপ্পেকে নেওয়া হয় ডোপ টেস্টে। এটি প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় নেয়। এর মধ্যেই নির্ধারিত সময় অনুযায়ী বাস স্টেডিয়াম ছেড়ে দেয়। এমবাপ্পে পরে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে একটি কালো গাড়িতে রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে, তার সঙ্গে ছিলেন রিয়ালের এক কর্মকর্তা। মার্কার তথ্যমতে, এমবাপ্পেকে পৌঁছে দিতে পুলিশি নিরাপত্তায় পাঁচটি গাড়ি এগিয়ে যায়।
মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিলেও যুক্তরাষ্ট্রে রিয়ালের সফরটা এমবাপ্পের জন্য স্বাস্থ্যগত সমস্যায় ভরা। সফরের শুরুতেই জ্বরে ভুগেছেন, পরে পেটের সমস্যায় হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। এর ফলে গ্রুপ পর্বে খেলতে পারেননি। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে নেমেছেন বদলি হিসেবে। আর এবার যুক্ত হলো টিম বাস ‘মিস’ করার ঘটনা।
এই ঘটনা অবশ্য একেবারেই নতুন নয়। এর আগেও, পিএসজির হয়ে খেলতে গিয়ে একই ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ শেষে ডোপ টেস্টে ব্যস্ত থাকায় টিম বাস মিস করেছিলেন এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। আবারও খেলতে হবে একই মাঠে—মেটলাইফ স্টেডিয়ামে। এমবাপ্পের জন্য এ ম্যাচটি হতে পারে ‘বিশেষ’ এক পুনর্মিলনী।