নাহিদ আহসান
হোয়াইটওয়াশ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজে, দলের অবস্থা যখন শোচনীয় ঠিক তখনই মাশরাফির নেতৃত্বে একদিনের ম্যাচের ঘুরে দাঁড়ায় তামিম,সাকিব,মুশফিকরা । তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পাবার কাজটাও আপাততো শেষ বাংলার টাইগারদের। সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে গতো রাতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে বেশ বেগ পেতে হলেও,জয় কিন্তু বাংলার ঘরেই, সিরিজ জেতা হয়ে গেছে ২-১ এ। নজর এখন কুড়ি ওভারের খেলায়।
ঠিক এই সেন্ট কিটসেই কুড়ি ওভারের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই, পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।
মজার ব্যাপার হলো আমেরিকাতে বাংলাদেশ এই প্রথমবারের মতো ক্রিকেট খেলতে যাচ্ছে। সেই ম্যাচগুলোকে ঘিরে রয়েছে দারুন উত্তেজনাও।
কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং আরিফুল হক।
তারা দলে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন কিছুদিন আগেই।
সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের দলটি হলো :
সাকিব ( অধিনায়ক ),
মাহমুদউল্লাহ ( সহঅধিনায়ক ),
তামিম,
সৌম্য,
লিটন,
মুশফিক,
সাব্বির,
মোসাদ্দেক,
মেহেদী হাসান মিরাজ,
নাজমুল অপু,
রুবেল,
মোস্তাফিজ,
আবু হায়দার রনি,
আবু জায়েদ রাহী ও
আরিফুল হক।