নিদাহাস ট্রফিতে অংশ নিতে কিছুক্ষণ আগে কলম্বোর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসরে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক মাহমদুল্লাহ রিয়াদ।
পাকিস্তান সুপার লিগ-পিএসএল খেলা বাংলাদেশের চার ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মোস্তাফিজ ও সাব্বির রহমান শনিবার রাতে ঢাকায় ফিরে আজ দলের সাথে একই ফ্লাইটে শ্রীলঙ্কায় গেছেন।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটে মোটেও ভাল ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তাই এবার ঘুরে দাড়াতে দৃঢ় প্রত্যয় টাইগাররা। নানা দোটানা থাকলেও, ম্যানেজার হিসেবে দলের সাথে আছেন খালেদ মাহমুদ সুজন।
৬ মার্চ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত মুখোমুখি হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচটি জিতলে আসর দারুণ ভাবে শুরু হবে। এমনটাই বিশ্বাস অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের।
এদিকে, সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। আর তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় নিদাহাস ট্রফিতে অংশ নেওয়া হচ্ছে না সাকিবের। তার পরিবর্তে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ্ রিয়াদ। আর সাকিবের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা লিটন কুমার দাস।
আগে থেকেই এই সিরিজে সাকিবের খেলার বিষয়টি অনিশ্চিত ছিলো। নিজে থেকেই খেলতে না পারার সম্ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব। এরমধ্যে টি-২০ থেকে অবসর নেয়া মাশরাফিকে ফেরানোর চেষ্টাও করে বিসিবি। তবে সিদ্ধান্ত পাল্টাননি ম্যাশ। তাই সাকিবকে শেষ পর্যন্ত পরিকল্পনায় রাখা হয়েছিলো। তবে অলরাউন্ডার সাকিবের বদলি হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনের অন্তর্ভুক্তি নিয়েও উঠছে প্রশ্ন। মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, স্কোয়াডে এখন তিনজন উইকেট রক্ষক।