গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসের শুটিংয়ে রবিবার ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি। ব্রিসবেনের বেল মন্ট শ্যুটিং কমপ্লেক্সে আয়োজিত ফাইনালে ২২৪.৭ স্কোর করে রৌপ্য পদকটি জেতেন বাকি। ২৪৫ স্কোর করে একই ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার শুটার ডেন স্যাম্পসন।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২১তম কমনওয়েলথ গেমসে এই কৃতিত্ব অর্জন করেছেন বাকি। ঢাকার গাজীপুরে বাকির জন্ম, ওখানেই বেড়ে ওঠা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন তিনি। ২০০০ সালে বিকেএসপিতে প্রথম শুটিং নিয়ে কাজ শুরু করেন। ২০১২ সালে ঢাকা রাইফেলস ক্লাবে চলে আসেন। বাকির শুটিংয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়ার পেছনে ঢাকা রাইফেলসের অবদান সব চেয়ে বেশি।