এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আর বাংলাদেশের সব গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দুই গ্রুপে ভাগ করা দলগুলোর মধ্যে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
বাংলাদেশ দলের ম্যাচ সূচি অনুযায়ী,
-
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
-
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
-
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
প্রাথমিকভাবে ভারতেই হওয়ার কথা ছিল এ বছরের এশিয়া কাপ। কিন্তু রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান ভারত সফরে অস্বীকৃতি জানায়। এই কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।