স্পোর্টস ডেস্ক
সেই ২ রানের হার আবারো কাঁদালো বাংলাদেশকে। প্রতিপক্ষ সেই পাকিস্তান, টুর্নামেন্ট সেই এশিয়া কাপ, হারটাও সেই ২ রানের। সেইবার ফাইনাল এবার সেমিফাইনাল। সেইবার জাতীয় দল এবার অনুর্ধ্ব-১৯ দল পার্থক্যটা শুধু এই জায়গাতেই।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বৃষ্টি আইনে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের কাছে ২ রানে হেরে বিদায় নিতে হল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার পিনাক ঘোষের ৮২, সাইফ হাসানের ৬১ ও আফিফ হোসেইনের অপরাজিত ৫২ রানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। শেষ দিকের ব্যাটসম্যানরা আরেকটু মারমুখি খেললে হয়ত স্কোরটা আরেকটু বড় হতে পারতো।
২৭৫ রানের টার্গেটে খেলতে নেমে টাইগার যুবাদের দুর্দান্ত বোলিং এ ৫১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তানের যুবারা। কিন্তু এরপরেই রোহেল নাজিরের সাথে ৬৯ ও সাদ খানের সাথে ৭৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান তাহা। ৯৭ বলে ৯২ রান করে ফিরে যান তিনি। পাকিস্তানের স্কোর যখন ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তখনই হানা দেয় বৃষ্টি। আর ডি/এল মেথডে সেখানে ২ রানে এগিয়ে থাকে পাকিস্তান। ৩৯ ওভার শেষে তাদের দরকার ছিল ৫ উইকেটে ১৯৭ রান। এরপর বৃষ্টি আর না থামলে ডি/এল মেথডে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে।