চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগমুহূর্তে কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। ফিট এমবাপ্পে, দুর্দান্ত ফর্মে থাকা গনসালো গার্সিয়া এবং বড় মঞ্চের পরীক্ষিত সৈনিক ভিনিসিয়ুস জুনিয়র—এই তিন ফরোয়ার্ডের মধ্যে কারা থাকবেন একাদশে, আর কে বসবেন বেঞ্চে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় উঠে এসেছেন গার্সিয়া। এমবাপ্পের ইনজুরির সুযোগে প্রথম একাদশে সুযোগ পাওয়া এই তরুণ তিনটি ম্যাচে করেছেন ২ গোল, দিয়েছেন ১টি অ্যাসিস্ট। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা ৪। এমন পারফরম্যান্সের পর তাকে বাইরে রাখা সহজ হবে না আলোনসোর জন্য।
অন্যদিকে এমবাপ্পে এখন পুরোপুরি ফিট। ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে নামার পর করেছেন এক ঝলক দেখানো গোলও। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে নিজেকে প্রমাণের জন্য তার আলাদা প্রস্তুতি ও তীব্র প্রতিশোধস্পৃহাও থাকবে।
তবে বিতর্কের কেন্দ্রে এখন ভিনিসিয়ুস জুনিয়র। সাবেক রিয়াল তারকা প্রেদরাগ মিয়াতোভিচ স্পষ্ট করে বলেছেন, “গনসালো ও এমবাপ্পে একাদশে থাকা উচিত। ভিনিসিয়ুসকে বেঞ্চে রাখা যেতে পারে।” তার মতে, ফর্ম এবং কার্যকারিতা বিবেচনায় এই মুহূর্তে গার্সিয়াকে বাদ দেওয়া হবে ‘পাপ’।
কিন্তু বিষয়টা এত সরল নয়। ভিনিসিয়ুস দীর্ঘদিন ধরে রিয়ালের আক্রমণভাগের অন্যতম ভরসা। বড় ম্যাচে বারবার নিজেকে প্রমাণ করেছেন। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি। তাই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া মানে হলো অভিজ্ঞতা ও গতি থেকে দলের নিজেকে বঞ্চিত করা।
এই তিন ফরোয়ার্ডকে একসঙ্গে খেলানো সম্ভব হলেও তা দলের ভারসাম্য নষ্ট করতে পারে। আক্রমণাত্মক লাইনআপের বিপরীতে মিডফিল্ড ও রক্ষণে ঘাটতি দেখা দিলে পিএসজির মতো ফর্মে থাকা দল সুযোগ নিতে পারে।
সব মিলিয়ে আলোনসোর সামনে কঠিন চ্যালেঞ্জ—গোল করার মতো শক্তি ধরে রাখা, আবার একই সঙ্গে রক্ষণভাগে ভারসাম্য বজায় রাখা। আজ রাতের একাদশে কে থাকবেন আর কে থাকবেন না—এটাই হয়তো ঠিক করে দেবে ম্যাচের ভাগ্য। এখন দেখার অপেক্ষা, রিয়াল কোচ কৌশলের কোন পথ বেছে নেন।