– সাবিত রেজা,আগামী ডেস্ক
স্বাগতিক ইংল্যান্ড ও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা সাত দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। ৯ম স্থানে থাকা দলটিকে খেলতে হবে বাছাই পর্ব। তাই ৮ম স্থানের জন্যই এখন জোর লড়াই হচ্ছে। আর এই লড়াইয়ে সামিল সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ওয়েষ্টইন্ডিজ।
বর্তমানে ৮৮ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে শ্রীলঙ্কা। ৭৮ পয়েন্ট পিছিয়ে ৯ম স্থানে আছে ওয়েস্টইন্ডিজ। সামনেই ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজে মাত্র ২টি জয় প্রয়োজন তাদের। ২জয়ে তাদের পয়েন্ট হবে ৯০। যা আর কোনভাবেই টপকাতে পারবে না ওয়েস্টইন্ডিজ।
ভারতের বিপক্ষে লঙ্কানরা একটি ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকে থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তখন ছয়টি ম্যাচ জিতলে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে যাবে দলটি। সেক্ষেত্রে বাছাই পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে গেলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সরাসরি বিশ্বকাপ খেলার কোনো আশাই থাকবে না। ভারতের কাছে সব ম্যাচে হারলেও সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা।