মোঃ জুলকার নাইন মাহফুজ
গতকাল আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে কিংস এলাভেন পাঞ্জাবের বিপক্ষে উইকেটের ফিফটি পূরণ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । ১৩ তম ওভারে মৈনাক আগারওয়ালকে লং অনে ক্যাচ দিয়ে আউটের মাধ্যমে এ টুর্নামেন্টে নিজের পঞ্চাশতম উইকেট তুলে নেন তিনি । এরপর আরন ফিঞ্চকেও আউট করে উইকেট সংখ্যা নিয়ে যান একান্ন তে।
আইপিএলে সর্বোমোট চারজন বিদেশি খেলোয়াড় উইকেটের ফিফটি পূর্ণ করেছেন তাদের মধ্যে সাকিব চতুর্থ । তবে বাঁ হাতি স্পিনার হিসেবে প্রথম ।
ইকোনোমি রেট বিচারে এ চারজন থেকে সাকিব এগিয়ে । মিচেল জনসনের ইকোনমি রেট (৮.০৮), ম্যাকলেনাহান এর ইকোনমি রেট (৮.৬৭) , জেমস ফকনারের ইকোনমি রেট (৮.৬৯) আর সাকিবের (৭.১৭) ।