৩৮ বছর বয়সেও লিওনেল মেসির পায়ে এখনও অব্যাহত জাদু। নিয়মিত গোল করছেন, দলকে এনে দিচ্ছেন গুরুত্বপূর্ণ জয়। আর এবার সামনে এসেছে নতুন খবর—চলতি মৌসুম শেষেও ইন্টার মায়ামির হয়েই মাঠে দেখা যেতে পারে ফুটবল জাদুকরকে।
মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা থাকলেও, আর্জেন্টিনার শীর্ষস্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আলোচনায় দুই পক্ষই সম্মত হলে চূড়ান্তভাবে ২০২৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা বিশ্বকাপ পর্যন্ত মায়ামিতেই খেলবেন তিনি।
এই বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ আসর হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। সেই বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি মেসি গড়তে চান মায়ামির হয়েই। এ খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত তাঁর ভক্ত-সমর্থকরা।
চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দারুণ ফর্মে আছেন মেসি। সর্বশেষ মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া গোল করে আবারও নিজেকে প্রমাণ করেছেন। এমন পারফরম্যান্সই ক্লাব ও সমর্থকদের মধ্যে আশার আলো জাগিয়েছে।
এদিকে, সৌদি ক্লাব আল-আহলি থেকে আকর্ষণীয় প্রস্তাব পেলেও তা গ্রহণ না করে যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ার দিকেই মনোযোগী মেসি।
মেসির পাশে আরও একজন আর্জেন্টাইন তারকা যুক্ত হতে পারেন শিগগিরই। মায়ামি কর্তৃপক্ষ চাইছে তাঁর জাতীয় দলসঙ্গী রদ্রিগো ডি পলকে দলে নিতে। বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলা এই মিডফিল্ডারকে নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ডি পল। যদি তিনি সম্মতি দেন, তবে মায়ামি আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে অ্যাথলেটিকোর সঙ্গে।
বর্তমানে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মায়ামির মূল লক্ষ্য এমএলএস এবং জুলাইয়ের শেষ দিকে শুরু হতে যাওয়া লিগস কাপ। ইস্টার্ন কনফারেন্সে দলটি বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে।
সব মিলিয়ে, নতুন করে গড়া এক স্বপ্নের পথচলায়, পুরোনো ক্লাব ও বন্ধুত্বের বন্ধনে থেকেই বিশ্বকাপের দিকে এগিয়ে চলেছেন লিওনেল মেসি।