সাবিত রেজা
চট্টগ্রামে ক্যাম্প চলাকালে এক ভয়ংকর দুর্ঘটনার শিকার হন তামিম ইকবাল।অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে নিজেরদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন তামিম-মুশফিকরা। সেই ম্যাচের দ্বিতীয় দিন ২৯ রানে আউট হয়ে যান তামিম। শনিবার চট্টগ্রাম থেকে দলের সঙ্গে বাঁ-হাতি এই ওপেনার ঢাকায় ফিরেছেন পেটে চারটি সেলাই নিয়ে। দুঃসংবাদ, অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত তামিম ইকবাল।
ফেরার সময় হতাশা থেকেই দরজার কাঁচে ব্যাট দিয়ে বাড়ি দেন বাঁ-হাতি এই ওপেনার। তাতে সামান্য ভেঙে যায় কাঁচ। এরপর ড্রেসিংরুমে ঢোকার সময় ঘটে বড় রকমের সেই দুর্ঘটনাটি। কাঁচের পুরো দরজাটাই ভেঙে পড়ে তামিমের উপর। ভারসাম্য হারিয়ে তামিম নিজেও পড়ে যান সেই কাঁচের উপর। মাথায় হেলমেট আর পায়ে প্যাড থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও ভাঙা কাঁচের টুকরো পেটে ঢুকে যায় তামিমের। তাতে দিতে হয়েছে চারটি সেলাই।