এক দশকের সম্পর্কের ইতি টানছেন টটেনহ্যামের অধিনায়ক সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতির সময় নিজ দেশেই ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। ৩৩ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে এবং ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে তিনি এবার নতুন পরিবেশে যেতে চান।
২০১৫ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে টটেনহ্যামে যোগ দেওয়া সন বলেন, “এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও আমাকে সম্মান জানিয়ে সে সুযোগ করে দিয়েছে। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে ১০ বছর অনেক দীর্ঘ সময়, এখন সামান্য পরিবর্তন দরকার।”
টটেনহ্যামের হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল ও ১০১টি অ্যাসিস্ট করা সন ২০২১–২২ মৌসুমে মো সালাহর সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তবে তার সবচেয়ে বড় সাফল্য এসেছে সদ্যসমাপ্ত মৌসুমে, অধিনায়ক হিসেবে ক্লাবকে ইউরোপা লিগ জিতিয়ে। ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো বড় ট্রফি জেতে টটেনহ্যাম এবং ১৯৮৪ সালের পর প্রথম ইউরোপিয়ান শিরোপা ছোঁয়ার স্বাদ পায় ক্লাবটি।
টটেনহ্যামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক সনের বিদায়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “সন স্পার্সের একজন কিংবদন্তি, প্রিমিয়ার লিগের ইতিহাসেও অন্যতম সেরা।”
এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে সনের আলোচনার খবর রয়েছে। ধারণা করা হচ্ছে, ১৩ আগস্ট পিএসজির বিপক্ষে উয়েফা সুপার কাপের আগেই ক্লাবটিকে বিদায় জানাতে পারেন তিনি।